পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কুয়াকাটা প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় মোটর দিয়ে পুকুর থেকে পানি তুলতে (সেচ) গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে সাকিব প্যাদা (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ এপ্রিল ) দুপুর দেড়টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বড় বালিয়াতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত সাকিব ওই এলাকার আবুল খায়ের প্যাদার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাকিব মাছ ধরার জন্য তাদের বাড়ির সামনের পুকুর থেকে মোটর দিয়ে পানি তুলতে ছিলো। দুপুরে মোটর কিছুটা পানির মধ্যে পড়ে গিয়ে পুরোপুরি বিদ্যুতায়িত হয়ে যায়। পরে সাকিব মোটরটি পুকুর থেকে তুলতে গেলে সে মোটরের সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

সাকিবের চাচা আবুল কালাম জানান, পুকুরটি মূলত সরকারী পুকুর। এটি আমাদের বাড়ির সামনের মাদ্রাসার নামে বন্দোবস্ত নেয়া। পরে আমরা মাদ্রাসা থেকে পুকুরটি লিজ নিয়ে মাছের ব্যবসা শুরু করি। আজ মাছ ধরার জন্য এ পুকুরটি সেচ করতে গিয়ে আমার ভাতিজা সাকিব মোটরের সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।