তোমার নিঃসঙ্গতা : অশোক কুমার রায়

তোমার নিঃসঙ্গতায়
এখন সঙ্গ দেবার কেউ নেই
এটা ভেবে আমার কেমন যেন লাগে
তুমি বদ্ধ ঘরে গুমোট গরমে সেদ্ধ হও

ঘেমে চুমে বন্দী জীবনকে উপভোগ করার মত
স্থিরতা তোমার মধ্যে নেই
অবশ্য বরাবরই তুমি অস্থির ছিলে
ছিলে স্বার্থপরও বটে!!

তুমি ছাড়া আমিও নিঃসঙ্গ বটে
তবে, আমার সঙ্গ দেবার রয়েছে
আসমুদ্র জলরাশি মেঘনা
খোলা আকাশ,ঝিরঝির বাতাস
প্রকৃতির রুপ,রস,গন্ধ,পুষ্প সব, সবই-
সবাই আমাকে সঙ্গ দেয়
সঙ্গ দেয় রুপালী চাঁদ
আলোয় আলোয় ভরে দেয় এ জীবন।

তুমি তো অনেক আগেই
মন বন্দ করে বসে আছ
যে হৃদয় দিয়ে অনুভব করতে হয়
যে চোখ দিয়ে ভালটুকু দেখতে হয়
আমার জানা মতে
সে হৃদয় চোখ কিছুই তোমার নেই
স্বার্থপরতা হৃদয়কে বন্দি করে
নিজেকে নিঃসঙ্গ করে
আজ তুমি সেই নিসঙ্গতায় ভুগছো!

চারপাশে ভাল থাকার এত উপকরণ রয়েছে
কিন্তু তোমার নিসঙ্গতায় সঙ্গ দেবার কেউ নেই
তোমার নিসঙ্গতায়
আমার যেন কেমন লাগে
সত্যিই আমার কস্ট দেয়
এখনও যে তোমায় ভালবাসি তাই!!