আমাদের পাখি প্রকৃতির পাখি

ক্ষুদীরাম দাস :

বিশ্বের জলবায়ুর ব্যাপক পরিবর্তনের দাপট

পাখিরা নাই হয়ে যাচ্ছে

পরিযায়ী পাখিরা দুঃখের সাগরে

পাখির আবাসস্থল ধ্বংস

পরিযায়ী পাখি: জীব বৈচিত্রের দূত।

আমার ইচ্ছে করে-

পাখির মতো গান গাই, উড়ে যাই সুউচ্চ দিগন্তে।

পাখিরা আমার মনের আকর্ষণ।

স্বাদু পানির হাওর-বাওর, বিল, জলাশয় বাঁচাই

আমরা পাখিদের ডাকি-ওরা আসবে

ভালোবাসবে আমায়-তোমায়-সবাইকে!

এখন পাখির খাবার মানুষে খায়,

পাখির খাবার নাই, পাখিরা কাঁদে তাই।

আমাদের পাখি প্রকৃতির পাখি,

খঞ্জন, সুইচোরা, চ্যাগা ও চা পাখি,

চখাচাখী মানিকজোড়, গেওলা ও গুলিন্দা-

পাখিরা আসবে না আর আনন্দ দিতে আমাদের।