পঞ্চগড়ের বোদায় বাবা-মাকে হত্যাচেষ্টা, ছেলে আটক

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ের বোদায় মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে হত্যাচেষ্টার অভিযোগে ছেলেকে আটক করেছে বোদা থানা পুলিশ। ২০ জুন (সোমবার) রাতে বোদা উপজেলার জামাদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার রাতে বাবা রেজাউল করিম ছেলে আল মামুনের বিরুদ্ধে বোদা থানায় হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে ২১ জুন (মঙ্গলবার) সকালে ছেলে আল মামুনকে আটক করে পুলিশ। দুপুরে বাবা রেজাউল করিম বাদী হয়ে বোদা থানায় একটি মামলা করেন। পরে পুলিশ ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারগারে পাঠিয়ে দেয়।

মামলার সূত্রে জানা যায়, অভিযুক্ত আল মামুন সোমবার রাতে মা মুনিয়ারার কাছে মাদক কেনার জন্য টাকা চায়। টাকা না দিতে চাইলে মামুন মাকে কিল-ঘুষি মারে এবং মাটিতে ফেলে হত্যার উদ্দেশে বুকে পা রেখে গলা টিপে ধরেন। স্ত্রীকে বাঁচতে বাবা এগিয়ে গেলে বাবাকেও কিল-ঘুষি মারে এবং গলা টিপে ধরে। এসময় মায়ের চিৎকারে স্থানীয়রা মা মুনিয়ারা ও বাবা রেজাউলকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, ছেলে আল মামুনের বিরুদ্ধে বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ছেলেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।