পঞ্চগড়ে মহানন্দা নদীতে ধরা পরলো ৩০ কেজি বাঘাইড় মাছ

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মহানন্দা নদীতে ৩০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

১৬ জুলাই (শনিবার) দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের ঝাড়ুয়াপাড়া ডুংডুঙ্গি এলাকার এই সীমান্ত নদী থেকে মাছটি ধরা হয়। স্থানীয়রা জানান, ঝাড়ুয়াপাড়া ডুংডুঙ্গি গ্রামের ২০ জন যুবক মহানন্দা নদীতে বড় জাল দিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে তারা একটি বড় মাছের টের পান। মাছের অবস্থান বুঝে ওই যুবকেরা জাল ফেলেন। একসময় তাদের জালে এই বাঘাইড় মাছ ধরা পড়ে।

স্থানীয়রা বলেন, সীমান্তবর্তী উপজেলার মহানন্দা নদীটি ভারত থেকে প্রবাহিত হওয়ায় বিরাট এই বাঘাইড় মাছটি ভারত থেকে আসতে পারে।

মাছটি ধরার পর উৎসুক জনতা মাছটি দেখার জন্য ভিড় জমাতে থাকে। ২০ সাদস্যের দলের যুবক মনির খান ও জীবন বলেন, অনেকেই মাছটি ক্রয়ের আগ্রহ দেখাচ্ছে, আমরা মাছটি বিক্রি না করে ২০ জন সমহারে ভাগ করে নিবো। তাছাড়া প্রতি বছর মহানন্দা নদীতে ছোট-বড় বাঘাইড় মাছ ধরা পরছে।