কুমিল্লায় সাতদিন ব্যাপি উচ্চাঙ্গ সংগীত বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ব্যুরো: ০৫ আগস্ট ২০২২

কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে সাতদিন ব্যাপি উচ্চাঙ্গ সংগীত বিষয়ক কর্মশালা। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালা শেষে বৃহষ্পতিবার সন্ধ্যায় প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র বিরতণ করা হয়।

এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীত মিলনায়তনে আয়োজিত বার্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কাবিরুল ইসলাম, সংগীত প্রশিক্ষক মোঃ ফকির শহিদুল ইসলাম সুমন, বিশিষ্ট নারী নেত্রী পাপরী বসু, সাবেক কালচারাল অফিসার বীর মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ার, কালচারাল কমপ্লেক্সের সাধারন সম্পাদক শেখ ফরিদ আহমেদ।

এছাড়াও কুমিল্লা ও চাঁদপুর জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদের সঞ্চালায় অন্যান্যের মধ্যে বিশিষ্ট সংগীত শিল্পী বাবুল কৃষ্ণ বিশ্বাস, ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি মাসুদুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী সাতদিন ব্যাপি এই উচ্চাঙ্গ সংগীত বিষয়ক কর্মশালার আয়োজন করে। এতে বিভিন্ন বয়সের প্রায় দেড়শত প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।