প্রতিবাদী আওয়াজ

ক্ষুদীরাম দাস :

আমাকে মারছিস?
মারবি তো মারবি-মার আরো!
আমার সাথে করছিস খেলা
কর খেলা-কর খেলা।
আমারও রাগ আছে-
শোধ নিতে পারি আমিও
যখন দিবো তোরে-
তখন বুঝবি ঠেলা।

এক থাপ্পড়ে দাঁত ভেঙ্গে দিবো
আগে ভেঙ্গেছি তোদের গাল
তোরা তো দুর্বল ভীরু-কাপুরুষ
চিনে রাখিস আমরা খাঁটি বাঙাল!

আরে- তোরা তো সব শকুনি জাত
করেছিস কতো জ্বালা;
বাঙালিদের চিনিস?-ইংরেজদের তাড়িয়েছিলো
এই তো সেই বাঁশের কেল্লা।

দুর্বল পেয়েছিস তোরা
সব কেড়ে নিলি।
লড়েছি আমরা-আমরা বাঙালি
এখন তোরা কি পেলি?

দুর্বলকে আঘাত করতে নেই
তোরা কি ভুলে গেলি!
পুঞ্জিভূত ক্ষোভ জ্বালিয়ে দিলাম
ঐ যে– দেয়ালে পীঠ ঠেকিয়ে দিলি।

আমরা হিং¯্র জানোয়ার দেখেছি
ঠিক দেখেছি তোদের।
আমরা এখন স্বাধীন-যা খুশি করি
কী যায় আসে কাদের?