কুমিল্লায় জাতীয় কবির ৪৬ তম মৃত্যুবার্ষীকী পালিত

জাহাঙ্গীর আলম ইমরুল :

কুমিল্লায় পালিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যুবার্ষীকী। সকালে কুমিল্লা শীল্পকলা একাডেমীর পাশে জেতনায় নজরুল স্মৃতিস্তম্ভে পুস্প স্তবক অর্পণ করা হয়।

এসময় জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শাহদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার এম. তানভীর আহমেদ, জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ, নজরুল ইন্সটিটিউটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আল-আমীন এবং নজরুল পরিষদ কুমিল্লা, কালচারাল কমপ্লেক্সসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠিান পক্ষ থেকে পুস্প স্তবক অর্পণ করা হয়। এসময় কবির রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শাহদাত হোসেন বলেন, কবি নজরুল ছিলেন অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত।

এ ছাড়াও সকাল ১০টায় কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র কুমিল্লায় ছাত্র ছাত্রীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিকাল ৫ টায় একই স্থানে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনীর আয়েজন করা হয়েছে।

জেলা প্রশাসন কুমিল্লা, কবি নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্র এবং নজরুল পরিষদ কুমিল্লা এ সকল অনুষ্ঠানের আয়োজন করে।