নীরব কান্না

ক্ষুদীরাম দাস

 

মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে থাকা
ক্লান্ত হৃদয় নিয়ে
দু’চোখে ফোঁটা জল-নোনা জল;
আর নীরব কান্না।

ঠিকানাবিহীনের খোঁজ রাখে না কেউ,
নীরব কান্নার ধ্বনি শুনে না কেউ কেউ,
ইট-পাথরের কঠিন হৃদয়ে
পথের শেষে পৌঁছায়,
তবুও নীরব কান্নার ধ্বনি পৌঁছে না কানে,
পথহারা এক পথিক সে-ও একদিন।

সোনালী দিনগুলো কারো কারো থমকে যায়,
নীরব কান্নায়,
অথবা অনাদরে অবহেলায়।

বিজয়ীর বেশে বিজয়ী বন্ধুরা উল্লাসে মাতে,
সীমাহীন আবেগে চলে ওরা তখন,
হয়তো ভুলে যায় চিরতরে,
এসবই সুখের পানে,
এড়িয়ে চলে নীবর কান্না;
অথবা চোখেই পড়ে না নীরব কান্না!