পঞ্চগড়ের বোদায় আনসার ও ভিডিপি ১০ দিন মেয়াদী মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের বোদায় ১০ দিন মেয়াদী গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপির মৌলিক প্রশিক্ষণের (পুরুষ-মহিলা) সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকালে বোদা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ঝলঝলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনসার ও ভিডিপি সদস্যদের হাতে সনদ তুলেদেন পঞ্চগড় জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট মো. তৌহিদ উজ জামান।

বোদা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অবনীশ চন্দ্র মুনির এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেংহাড়ী বনগ্রাম ইউপি চেয়ারম্যান মো. সাহেব আলী। এসময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রশিক্ষক মো. সুমন মিঞা এবং পঞ্চগড় সদর উপজেলা প্রশিক্ষক হাসিবুল ইসলাম।

এসময় ১০ দিন মেয়াদী গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলাসহ মোট ৬৪ জন আনসার ও ভিডিপি সদস্য অংশ নেন। প্রত্যেককে নগদ ১৩০০ টাকা এবং ১০০ টাকা মূল্যের আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের দু’টি করে শেয়ার প্রদান করা হয়।