পঞ্চগড়ের বোদায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কৃষক লীগের অনুদার ও মতবিনিময়

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের বোদায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৯৫টি পূজা মণ্ডপে কৃষক লীগের পক্ষ থেকে আর্থিক অনুদার ও মতবিনিময় করেছে কৃষক লীগের নেতৃবৃন্দ। গত দুই দিন ধরে উপজেলার ৯৫টি পূজা মণ্ডপ ঘুরে ঘুরে কৃষক লীগের নেতৃবৃন্দ এ আর্থিক অনুদার ও মতবিনিময় করে।

বোদা উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল জব্বারের নেতৃত্বে এসময় অন্যান্যদের মধ্যে সঙ্গে ছিলেন ময়দান দিঘী কৃষক লীগের সভাপতি হায়দার আলী, বোদা পৌর কৃষক লীগের সভাপতি আশরাফুল আলম, সা. সম্পাদক আব্দুল গফুর, সহ সভাপতি সাজ্জাদুল আলন রাজেন, আবুল কাসেম, হোসেন আলী, আব্দুর রশিদ, মহিদুল ইসলাম, নির্মল দাস, নাহিদ, মিন্টু, আবুল কাসেম, মোকলেছার রহমানসহ কৃষক লীগের নেতৃবৃন্দ।

এদিকে গত ২৫ সেপ্টেম্বর বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়ার ঘাটে নৌকাডুবিতে ৭২ জনের মৃত্যুতে পূজা মণ্ডপ গুলোতে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিটি মণ্ডপে ঝুলছে শোকের ব্যানার।