সমুদ্র সংগীত

যুবক অনার্য

আমি বোল্লাম: বড্ড জল তেষ্টা পেয়েছে।
সে আমাকে সমুদ্রের দিকে দেখিয়ে দিলো।
বোল্লাম: আমার মিঠা নদীর জল চাই,
তেষ্টায় বুক ফেটে যাচ্ছে।
সে বোল্লো: তুমি বড্ড বেরসিক!

সেই আমার অবন্তিকার সংগে শেষ কথা
শেষ দেখা।

সমুদ্র না চিনলে নারীরা ফেরে না!