মেঘবিয়ে, মৃত্যুর পুনর্জন্ম

যুবক অনার্য

সেইসব অথৈ সমুদ্রজল কেনো যে পালাতে চায়
জলপাই অন্ধকার জাহাজের ওঠা-নামা
ভালোবেসে কেউ কেউ মেঘের মতন
নৈকট্যহীন কে যেনো মেঘবউ উৎসবে মেতেছিলো

বৃষ্টির স্যুভেনির জলের আর্দ্রতা মেপে তবে
ধুয়ে দেয় মেঘবর – লাজুক লাজুক
এরকম মেঘবিয়ে হলে নাকি মৃত্যুর পুনর্জন্ম
সুখ মনে হয়

ব্যথার পিয়ানোগুলি অন্যকিছু মানে নিয়ে
পবিত্র পাপের মতো ভিজে যেতে পারে
পৃথিবীর নীলঝিল তীর বেয়ে মত্যুর সাদা হাত
নতুন এক জন্মের রূপকথা বলে