কুমিল্লায় ট্রেন-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মনোহরগঞ্জে ট্রেন-সিএনজি অটোরিকশা সংঘর্ষে ট্রেনে কাঁটা পড়ে ৪জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ১জন। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টায় লাকসাম – নোয়াখালী রেললাইনের কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলার তুঘুরিয়া এলাকায় সিএনজি অটোরিকশা রেল সড়ক পার হওয়ার সময় এ দুঘটনা ঘটে।

নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস সকাল ১০ টার দিকে খিলার তুঘুরিয়া এলাকা অতিক্রম করার সময় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে পাশ্ববর্তী পুকুরে গিয়ে পড়ে। এসময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। পরে লাকসামের একটি বেসরকারি হাসপাতালে মারা যাচন অটোচালক।

নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী মনোহরগঞ্জের উত্তর হাওলা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মাকসুদুর রহমান (৬৫), একই গ্রামের আবু তাহেরের ছেলে মোহাম্মদ হাবিব (২২), একই উপজেলার খিলা ইউনিয়নের ভরণীখন্ড গ্রামের আবদুুল হাইয়ের মেয়ে মইফুল বেগম (৩৫) এবং অটোরিকশা চালক উত্তর হাওলা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৪০)।


লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, ৪জন নিহত হয়েছে খবর পেয়েছি। ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। পরে বিস্তারিত বলতে পারবো।