বড়ই কঠিন বাক্য

মিঃ ক্ষুদীরাম দাস

বড়ই কঠিন বাক্য;
স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন!
আবার পরাধীনতার নাগপাশ ছিন্ন করে স্বাধীনতা অর্জন করা,
অত্যন্ত দুরূহ কাজ।
অর্জিত স্বাধীনতা রক্ষিত হয় ত্যাগ, সাধনা,
পরিশ্রম, নিষ্ঠা, পারস্পরিক ঐক্য ও দেশপ্রেম।

কখনো কখনো কিন্তু হায় স্বাধীনতা!
তখন সৎ মা খুনতি ছ্যাঁকা দিয়েছে;
শরীরে ব্যথা পেয়েছি কতো।
আবার এখন শরীর এবং মনে। তখনও মেয়েরা বেরুতে পারতো না;
এখনও পারে না; রেইফ, খুন, আহত, কাটাকাটি, হানাহানি,
ডাকাতি, ঘুষখোর, সম্পদ হরণ আরো কতো কী!

বলদর্পী ও অন্ধরা নষ্ট করছে দেশ,
দেশবিরোধী ¯েøাগান দিচ্ছে প্রকাশ্যে অথবা গোপনে,
গুন্ডামী বাড়িছে দিনে দিনে।
স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ববোধ হারিয়ে গেছে;
হায় স্বাধীনতা! হায় স্বাধীনতা!
দেশপ্রেমিকেরই আঁতে ঘা লাগছে;
তবুও বলতেই হয়-আমরা স্বাধীন?

স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বপ্ন দেখেছে দেশপ্রেমিক
নিজের জীবন দিয়েছে;
বাংলাদেশ তাদের উপহার দেয়া,
তাদের সম্মান করি।
বড়ই কঠিন বাক্য;
স্বাধীনতা রক্ষা করি! স্বাধীনতা রক্ষা করি!
২১-১২-২০২২