পঞ্চগড়ের বোদায় ১ ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুলতলা এলাকায় মেসার্স এস. আর ব্রিকস নামে একটি ইটভাটায় অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (৩ জানুয়ারী) বিকেলে চালানো এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী। এই সময় ভাটা কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের অনুমোদন ব্যতীত মাটি সংগ্রহ, শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটার দূরত্বের মধ্যে ইটভাটা স্থাপন করার অপরাধে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকগনকে অবৈধ ইটভাটা বন্ধ, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই এশ, লাইম ও জিপসামের তৈরি FAL-G ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়।