নুয়ে পড়ে ক্লান্ত মেঘ

জিএম মুছা :

অচেনা আঁধার নামে দিনের শেষে
রাত্রির রঙ ছেনে ছেনে,
আশাগুলো সব স্বপ্নময় হয়ে ওঠে মিছে মিছে রাত্রির গন্ধ মেখে,
অনেকটা ক্লান্ত পায়ে দাঁড়িয়ে থাকা পথের বাঁক,
অশান্ত মরুময় পৃথিবীর পথ হেঁটে হেঁটে, একসময় নুয়ে পড়ে ক্লান্ত মেঘ।
তবুও যেন মেঘ বাতাস করে
লুকোচুরি খেলা,
পড়ন্ত বিকেল শিশির ঝরা গান,উড়ে চলা মেঘ,
ঝিমিয়ে পড়া সূর্য মেঘের এক সাথে পথ চলা,
পাখিদের মিষ্টি সুরের গান, ঝরা পালকের মত ঝরে পড়ে,
স্মৃতির কার্নিশ থেকে এক একটি দিন ক্ষন, মাস ,বছর,
বুকের গহীনের লালিত হাজার ও স্বপ্ন।