বাঁশিতে প্রশংসা

ক্ষুদীরাম দাস

রাখাল বাজায় বাঁশি
বাতাসে সুর ভেসে বেড়ায়।
বিমোহিত আমি, আমরা-
আমাদের মন ভরায়।

বাঁশির সুরে সুরে
সবার মন যেন দোলে।
হৃদয়ে দোলা দেয়; আর
হারিয়ে যাই তালে তালে।

সৃষ্টির বন্দনা বাঁশির সুরে
নাচি আর গাই আমরা সবাই।
আনন্দে মাতোয়ারা ¯্রষ্টার বন্দনা
কৃতজ্ঞতা তাহারে জানাই।

বাঁশির সুরে সদাপ্রভুর মোহে
আমি জাগি, হৃদয় জাগি,
আমি বিচলিত নই, আমি স্থির
নিত্য আমি তাহারই লাগি।

আমি আনন্দে নাচি
মঙ্গল প্রত্যাশায় মন রাঙাই।
আমি পাগল হবো ¯্রষ্টার তরে
তাইরে-নাইরে নাই।