ঘাটে বসে আছি একা ঠায়

জিএম মুছা :

এখানে অতিথি আমরা সবাই
মিছে মায়ায় সত্যটা ভুলে যাই
ঈশান কোণে মেঘ জমেছে
ঘোর কালো আঁধার নেমেছে।

মহাকাল ডাক দিয়ে যায়
হে অতিথি এখানে আর নয়
ফিরে চলো আপন ঠিকানায়
বাঁক ফেরানো সেই মোহনায়।

ঘাটে বসে আছি একা ঠায়
পাড়ি দিতে হবে শেষ খেয়ায়
আসবে যখন মৃত্যুর পরোয়ানা
মানবে না কোন নিষেধ মানা।

নদীতে এখন তূফান ভারী
পাড়ি দিতে না করি দেরি
থাকে যদি পারের কড়ি
উঠে পড়ো তাড়া তাড়ি।।

নদীর জল উথাল পাতাল
তরী খানি ঢেউয়ে টল মল
মনের বিশ্বাস ঈমান বল
থাকলে সাথে হবে সফল।