সত্যটা হয় না বিলীন

সত্য বলতে ভয় পেয়োনা হে জগতবাসী
সত্য আসে চুপিচুপি
আর মিথ্যা আসে ঢাকঢোল বাজিয়ে
সত্যকে থামিয়ে দিতে!

যদি তুমি ভয় পাও
তোমার মনুষ্যত্ব বিবেক আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে
অস্থিরতা তোমাকে গ্রাস করবে
তুমি পতিত হবে অন্ধকার গহীনে।

মিথ্যা এক মরীচিকা,
আলেয়ার আলো
ক্ষনিকের ভালো
চুপসে যায় একদিন।

প্রভাতের সূর্যের আলোর মতো
রাত শেষে সত্যটা হয় না বিলীন।

মিজানুর রহমান রানা
০২ মার্চ ২০২৩
হাজিগঞ্জ।