আপন ইংলিশ কিডস ক্লাবের দ্বিতীয় ব্যাচের যাত্রা শুরু

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর
আগামী প্রজন্মকে মাতৃভাষার পাশাপাশি ইংরেজী শিক্ষা ও কথা বলায় দক্ষ করে তুলতে চাঁদপুরে আত্মপ্রকাশ করেছে আপন ইংলিশ কিডস ক্লাব। যার উদ্দেশ্য এবং লক্ষ্য হলো, গতানুগতিক লেখাপড়ার বাইরে গিয়ে গল্পআড্ডা ও খেলার ছলে শিশুদের ইংরেজীতে অনর্গল কথা বলায় পারদর্শী করে তোলা। কারণ, শেখার সুবর্ণ সময় হলো শিশুকাল। যেখানে শিশুদের পরিচর্যায় রয়েছেন, একদল বন্ধুসুলভ দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক।

৩ মার্চ শুক্রবার বিকেলে আপন ইংলিশ কিডস ক্লাবের দ্বিতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়। এতে সম্মানিত অতিথি ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষা-উদ্যোগতা ও বিশিষ্ট লেখক মুহাম্মদ মহসিন উদ্দিন।

আপন ইংলিশ কিডস ক্লাবের প্রতিষ্ঠাতা রোটারিয়ান রাশেদা আক্তারের সভাপতিত্বে এবং আপনের সদস্য সচিব আশিক বিন রহিমের সঞ্চালনায় প্রাণবন্ত এই আয়োজনে উপস্থিত ছিলেন, মেন্টর মুহাম্মদ ওয়ালীউল্ল্যাহ্ ও আক্তারসহ ক্লাবের কর্মকর্তা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।