কবি রফিকুজ্জামান রণি এখন আইনজীবী

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ বারকাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি।

গত ১১ মার্চ রোববার তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। বর্তমানে বিজ্ঞ আইনজীবী মো. বেনী আমিন সুমনের জুনিয়র হিসেবে আইনপেশা পরিচালনা করছেন।

কবি রফিকুজ্জামান রণি কচুয়া উপজেলার দোঘর গ্রামের মোহাম্মদ কামরুজ্জামান খোকা ও লাভলী জামানের দ্বিতীয় সন্তান। তার সহধর্মিনী কবি আইরিন সুলতানা লিমা একজন স্কুল শিক্ষক। সম্প্রতি রণির বড় ভাই ওসমান গণি তিব্বিয়া মেডিকেল কলেজের প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন। বর্তমানে তিনি চাঁদপুর পুরানবাজার পালপাড়া এলাকায় বসবাস করছেন।

উল্লেখ্য, ৯ মার্চ বৃহস্পতিবার বারকাউন্সিলের ওয়েব-সাইটে নবীন আইনজীবীদের ফলাফল ঘোষণা করা হয়। এমসিকিউ, রিটেন এবং ভাইভা এই তিনটি ধাপ কৃতিত্বের সঙ্গে পার করে এসে চূড়ান্তভাবে আইনজীবী হিসেবে স্বীকৃতি পেয়েছেন রফিকুজ্জামান রণি।