মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে এখনও বালি কাটা বন্ধ হয়নি

গোলাম নবী খোকন :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে এখনও বালি কাটা বন্ধ হয়নি। সরজমিনে দেখা যায়, উপজেলার ষাটনল -ছটাকীর মাঝা মাঝি বাবু বাজার বরাবর বাহাদুরপুর এলাকায় তিনটি স্পষ্টে দেদারছে কেটে নিচ্ছে বালু।

জানা যায়, সরকারের নিয়ম-নীতি ভঙ্গ করে অবৈধভাবে মাটি কেটে নিচ্ছে এক চক্র। এ ব্যাপারে প্রশাসনের নজরদারি থাকলেও মানছেনা বালু কারবারিরা।

মতলব উত্তর উপজেলা প্রশাসন বালু কাটার ব্যাপারে মাঝে মধ্যে অভিযান পরিচালনা করে থাকেন। আবার দেখা গেছে এ ব্যাপারে ও এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন করে থাকেন।

একটি কথা আছে, চোরে শোনেনা ধর্মের কাহিনী। যত দিন পর্যন্ত আমরা সচেতন না হব, এ অবস্থা চলতেই থাকবে।

এ ব্যাপারে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান বলেন, মেঘনা নদীর কিছু অংশ মুন্সিগজ্ঞে পরেছে, আমাদের এলাকায় বালি কাটা হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।