আমরা এখন যন্ত্রমানব

ক্ষুদীরাম দাস

আমরা এখন যন্ত্রমানব
নির্ঘুম এই সময়গুলোতে যেন
রাতজাগা নিয়তি যেন পাহাড় ঘেরা
এক ঘরে বসে আছি যন্ত্রমানব হয়ে।

আমরা এখন যন্ত্রমানব
আমাদের কোনো আবেগ থাকতে নেই
থাকতে নেই কোন অনুভূতি
চারিদিকে যেন নিষ্ঠুরতা
নির্বাক যন্ত্রমানবের দীর্ঘশ^াস
কেউ বুঝে না;
অথবা ক্লান্তিহীন ছুটে চলা সুখের মিথ্যে আশায়।

নিষ্ঠুর সব যন্ত্রমানবের পরশে
পরিণত হয়েছি মোরা অনুভূতিহীন মানবে
দুঃখ, জরা পিছু ছাড়ছে না
সময় এখন
কঠিন ও রূঢ় এক বাস্তবে;
আমরা এখন যন্ত্রমানব।