গীতি কবিতা : মাকে তো আর দেখি না

জিএম মুছা :

এ বাড়ির আঙিনায় মাকে তো আর দেখিনা
মা-মা বলে এত ডাকি কেন সাঁড়া দেওনা
জনম দূঃখি করে তুমি কেন চলে গেলে
ও মা তুমি কোথায় গেলে একটু বলনা
তোমার মত আদর সোহাগ কেওতো করেনা।

এত খোঁজা খুজি তোমায় কোথায় লুকালে
সব ফেলে মা গো তুমি কেন পালালে
শত কষ্টের মাঝেও মাগো দেওনিতো ফেলে
সব কিছু ভুলে তুিম কোলে নিতে তুলে
কোথায় আছো কেমন আছো কেওতো খবর রাখিনা।

হঠাৎ করে কোন কারনে কেন চলে গেলে
কেও ডাকেনা আগের মত তুমি গেছো চলে
তোমরা কথা কেহ বলেনা সবাই গেছে ভুলে
সকাল সন্ধ্যা তোমার মতো কেওতো ডাকে না।

তুমি তো মা চেয়েছিল আমরা ভাল থাকি
ভাল আছি আমরা মাগো তুমি দিলে ফাঁকি
কোন ঘরেতে লুকিয়ে আছো দাওনা ঘরের চাবি
নয়ন ভরে দেখবো মাগো তোমার মূখের ছবি
আঁধার ঘরে মাগো তোমার কেওতো বাতি জ্বালেনা।

তোমার জন্য মাগো আমরা করিনিতো কিছু
বিপদ আপদ দূঃখ কষ্ট ছাড়াছেনা তো পিছু
কেমন করে থাকো মাগো মাটির ঘরে শুয়ে ছেলে মেয়ো আত্মীয় স্বজন সব কিছু ফেলে
একলা ঘরে ঘুমিয়ে আছো ভয়কি তোমার করেন।