বোদায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ের বোদায় যথাযোগ্য মর্যাদা মহান মে দিবস পালিত হয়েছে। সোমবার (১মে) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিভিন্ন শ্রমিক সংগঠন একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একি স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, পৌর মেয়র মো. আজাহার আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোকলেছুর রহমান জিল্লু, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমরান আল আমিন, যুবলীগ সভাপতি গোলাম ফারুক, শ্রমিক লীগের সভাপতি আশরাফ আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছারুল আমিন, এড. লেলিন, আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ ও সেচ্ছাশ্রমিকলীগসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

পরে বোদা মাতৃসদন চত্বরে কাঠ শ্রমিকদের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়। কাঠ শ্রমিক লীগের সভাপতি জুয়েলরে সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি।

এসময় পৌর মেয়র মো. আজাহার আলী, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমরান আল আমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল আলম সাবুল, যুবলীগ সভাপতি গোলাম ফারুক, পাথরাজ কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম, মহিলা কাউন্সিলার সুলতানা বেগম, বোদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।