তাহিরপুরের শ্রীপুর বাজারে অপরাধ বিরোধী সভা

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জঃ

“জুয়া-মাদকে সয়লাব তাহিরপুরের শ্রীপুর বাজার”, “মরণ নেশা ইয়াবা-জুয়ার গ্রাসে তাহিরপুরের শ্রীপুর বাজার” এমন শিরোনামে সংবাদ প্রকাশের পর অবশেষে ঠনক নড়েছে শ্রীপুর বাজার কমিটি সংশ্লিষ্টদের। এরই প্রেক্ষিতে শুক্রবার (৫ মে) বেলা ৩টায় অপরাধ বিরোধী সভা করেছে শ্রীপুর বাজারের ব্যবসায়ীদের সংগঠন বনিক সমিতি সংশ্লিষ্টরা। সভায় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকল শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য রাজু আহমেদ রমজান এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর বাজার বণিক সমিতির সভাপতি ইমানুর মিয়া।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার, সাবেক প্যানেল চেয়ারম্যান, বর্তমান ইউপি সদস্য আবুল কালাম, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার, সাবেক যুবলীগ নেতা ব্যবসায়ী রুপম আহমেদ।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সামনুর আখঞ্জী, সাংগঠনিক সম্পাদক দুলাল কান্তি পাল, ব্যবসায়ী পল্লী চিকিৎসক নুরু মিয়া, শামসুজ্জামান মাহমুদ, ব্যবসায়ী সারোয়ান তালুকদার প্রমুখ।

প্রসঙ্গত: মাদক-জুয়া ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চলমান থাকায় উপরে উল্লেখিত শিরোনামে সংবাদ প্রকাশের পর গত বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় অপরাধ বিরোধী ও জন সংযোগ সভা করে তাহিরপুর থানা পুলিশ। সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) সহিদুর রহমান।

সভায় প্রশাসনের পক্ষ থেকে অপরাধ কর্মকাণ্ড কঠোর হস্তে দমনের ঘোষণার পর শুক্রবার (৫মে) অপরাধ বিরোধী সভা করেছে শ্রীপুর বাজার বণিক সমিতি সংশ্লিষ্টরা।