কুয়াকাটায় মৎস্যজীবীদের সাথে নৌ-পুলিশের সচেতনতামূলক সভা

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা প্রতিনিধি :
কুয়াকাটায় নৌ-পুলিশের উদ্যোগে বঙ্গোপসাগরে মাছের সুষ্ঠ প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য মাছ ধরা নৌযান কর্তৃক যে কোন প্রজাতির মৎস্য নিষিদ্ধকরণ বাস্তবায়ন সংক্রান্ত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতনতামূলক সভায় মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে স্থানীয় জেলে, মৎস্য ব্যবসায়ী এবং সংবাদকর্মীরা অংশ গ্রহণ করেন।

মঙ্গলবার (১৬ মে) বিকেল ৫ টায় কুয়য়াকাটা নৌ-পুলিশের পরিদর্শক আক্তার মোর্সেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পুলিশের বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আনছার উদ্দীন মোল্লা, মহিপুর মৎস আড়ৎ মসলিক সমবায় সমিতির সভাপতি মোঃ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক শাকিল আহম্মেদ, নিজামপুর কোষ্টগার্ড ষ্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম আসরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজা, মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন,সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইদ প্রমূখ।

এছাড়াও মৎস্য বন্দর আলীপুর -মহিপুরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা আগামী ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সকল জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করেন এবং অবরোধের সুফল সম্পর্কে জেলেদের সচেতন করেন। এসময় জেলেরা তাদের বিভিন্ন দাবি দাওয়ার কথা উপস্থাপন করেন।