তোমার স্পন্দন আমার কবিতার দ্যোতনা

জিএম মুছা :
তোমার নিঃশ্বাস ছুঁয়ে এই দেখো, প্রতিজ্ঞা করছি আমি সংসারী হব।
উদাসী হবোনা কবিতা লিখব না কখনো , যাবনা সাহিত্য আসরে-বই মেলায়,
এই আমাকে দেখো, সত্যি বলছি আমি উদাসী নই, তুমি আমাকে ভুল বুঝনা!
তুমি তো আমার কবিতার স্পন্দন, সাহিত্যকর্ম বেঁচে থাকবার উৎসাহ প্রেরণা।

অমন কথা বলতে নেই প্রেয়সী লক্ষ্মীটি আমার,
তোমার নিঃশ্বাস, নাড়ীর স্পন্দন রক্তের সঞ্চালন, তোমার চলার গতি সবিই আমার কবিতা সাহিত্যের প্রেম ভালোবাসা।

ভুলে যেওনা তুমিই আমার কবিতার উপমা শব্দ অলংকার, সুর ঝংকার কবিতা, আশা জাগা নিয়ার গান ছড়া ছন্দের দ্যোতনা।।