নীলাকাশ : কাউছার আক্তার পান্না

সারাদিন জ্বলজ্বলে সূর্য, রাতের পূর্ণিমা তিথি
কত উঁচুতে তোমার বাস, কত রূপে মুগ্ধ করো-
আর কাদাজলে আমার সর্বনাশ।

বড় হিংসে হয় তোমায়, মক্কর দেখি।
জগতে পাপপূণ্য তোমাকে স্পর্শ করে না
ক্ষুধা -তৃষ্ণা ভোগ বিলাসে জাগ্রত হও না
ঝলসানো রুটি তোমার মুখে রোচে না।

তোমার সীমারেখা পরিব্যাপ্ত দিগন্তে
আমরা কেউ নই তোমার জ্ঞাতি বা কুটুম।
তুমি বড়ই নির্দয় নিঠুর, মমত্ববোধে তমি উদাসীন।
খরায় পোড়াও বৃষ্টিতে ভিজাও।

ঋতুভেদে রূপ বদলায় ক্ষণে ক্ষণে
জবাবদিহিতাও নেই কারো কাছে।
কখনো হাসো কখনো কাঁদো নির্লজ্জভাবে।
কখনো নীজের আস্তত্ব জানান দাও ডমরু বাজিয়ে।

চাঁদের আলোয় নিজেকে করো বিমোহিত
পরিতৃপ্ত হও তারায় তারায় খচিত আলোয়
রবির কিরণে জাগাও দিন।
তোমার ইশারায় আমরা সাজাই দিনরাতের কাব্য।

নীলম্বরীতে তোমাশ বড্ড বেশী ভালো লাগে গো।
কবির কবিতায় খাতা তোমার রূপে মোহনিয়া
অনিদ্র সুন্দর ছড়া, পণ্য রচনা করে
তুমি নীলাকাশ।