সেলফোন : ভন্ডামি অফার

রুদ্র অয়ন :

জনৈক রবি মোবাইল অপারেটর গ্রাহক রবি কাস্টমার কেয়ারে ফোন দিচ্ছে।
১৫ মিনিট পর অপরপ্রান্ত থেকে শোনা গেলো
– হ্যালো রবি কাস্টমার কেয়ার থেকে হবি বলছি। স্যার, কিভাবে সাহায্য করতে পারি?

: আপনারঘে বন্ধ সিম চালু কোরলে নাকি ফেসবুক ফিরি দিছেন?

-স্যার ফেসবুক না ঠিক, বন্ধ সিম চালু করলে এক গিগা ডাটা ফ্রী দিচ্ছি।

: এক আডি ডেংগা ডাঠা ফিরি? অই ব্যাটা, ডেংগা ডাঠা দিয়া হামি কি করবো কহোতো জ্বী?

-সরি স্যার ডেংগা না ডাটা। এটা দিয়ে ইন্টারনেটের যাবতীয় কাজ করতে পারবেন।

: ফেসবুক চালাইতে পারবো কি না ঐটা ভক কইরা বুলেন?

– জি স্যার পারবেন।

: এ কথাখান আগে কহিতে পারেন না জ্বি ! আপনারা মিয়া কামের কথা থুইয়া খনোখাই ফালতু ভ্যাক ভ্যাক কইরতে থাকেন!

-সরি স্যার,আপনাকে আর কোন ভাবে সাহায্য করতে পারি?

: আপনার সোঁতে তো আসল কথাটাই ক’হা হইলোনা।আপনারা অফার দেন, এতো ট্যাকায় এতো মিনিট, এতো জিবি আর মেয়াদ দেন তিন ঘন্ঠা চাইর ঘন্ঠা! মানেটা হইলো,এক গামলা মুড়ি দশ মিনিটে খাইতে না পাইরলে কাইরহা লিয়া লিবেন! এমুন ভন্ডামী অফার কিসের লাইগা দেন কহেনতো ভালা! আর শুনেন মিয়া, যখুন তখুন আপনা থাইকায় কি সব চালু হয়্যা যায়, ম্যাসেজ আসে আর ভাকাম কোরাঁ ট্যাকা কাইটা লিয়া যায়! বাটপারি ক’রার জাঘা পাননা আপনারা?

– সরি স্যার, আমি সমস্ত VAS বন্ধ করে দিচ্ছি। টাকা কাটবে না আর।

: আর শুনেন, দিন রাইত হাজারখান ম্যাসেজ আসে! কল কইরাও কি সব বুলে! শালার ব্যাটারা, ম্যাসেজ আর কল কইরা যখুন তখুন জালাইতে থাকে কিসের লাইগ্যা? হাজারটা ম্যাসেজের সোঁতে ভুইলাওতো কুনুদিন দশটা ট্যাকার ফেলাক্সিও দেয়না!

– সরি স্যার।

: আরে মিয়া শুনেন, ফিরি ফেসবুক পাইছি কোহিলেন তাহিলে নেট কানেকশন চালু করার সোঁতে সোঁতে ব্যাবাক ট্যাকা কাইটা লাই ক্যানে তাহিলে!

-আপনার সমস্যাটার জন্যে আমরা দুঃখিত। স্যার, আমরা দেখতে পাচ্ছি আপনি বন্ধ সীম অফারের আওতাভুক্ত আছেন। এর জন্যে ১গিগাবাইট ডাটা পেয়েছেন।

– তো ট্যাকা কাটে কিসের লাইগ্যা?

: দিনে দুইটার পরে ইন্টারনেট ব্যবহার করেছেন যার জন্যে চার্জ কেটে রাখা হয়েছে। বুঝেছেন?

: কিচ্ছু বুইঝনুনা জ্বি, ভালো কইরা বুঝিয়া কহেন?

-স্যার আমাদের অফারের কিছু শর্ত আছে, আপনি রাত দুইটা থেকে দুপুর বারোটা (2 am-11:59am) পর্যন্ত ইন্টারনেট উপভোগ করতে পারবেন।

: এ অফার কাদের লাইজ্ঞা দিয়াছিস? হামাদের লাইজ্ঞা নাকি আমিরিকার প্রেসিডেন্টের লাইজ্ঞা?

-স্যার আপনাদের জন্যে। কেন স্যার?

: শালার ব্যাটারা! ছ্যাচড়া কুনঠেকার! রাইত দু’টার সুমায় ঘুমাবো না কি জাইগা বইসা থাকবো তোঘরে ফকিন্নি মার্কা অফারের লাইজ্ঞা? ২৪ ঘন্টার মইধ্যে যখুন ইচ্ছা তখুন ব্যবহার কইরবো। ছ্যাচড়া ব্যাটারা, এতো রাইতে ভালো মানুষের ছেলাপিলা কি জাইগা থাকে তোদের ভন্ডামী অফারের লাইগ্যা! তোরাই দেশের মানুষঘেরে খারাপ বানাইছিস, তোঘরে সামনে পাইলে চড় থাপ্পড় দিয়া হালুয়া টাইট কইরা দিবো কহ্যা দিনু। তোরঘে বাটপারি, ছ্যাচড়ামু, ধান্দাবাজি অফারের গুষ্টি কিলাই। তোরঘে এমুন মাইর দাওয়া দরকার, যে মাইরের ঠ্যালায় চোখে সইরস্যা ফুল দেখবি। তোরঘে উচিত শিক্ষা দিলে তখুন বুঝবি, কতো গহামে কতো আঁটা।