বিজয়ের মহানায়ক : কাউছার আক্তার পান্না

হে বিজয়ের মহানায়ক ! সালাম তোমায় শত
তোমার ডাকে সাড়া দিয়ে যদিও প্রাণ ঝরেছে কত।
তোমার বলিষ্ঠ নেতৃত্বের কারণে পারছি আমরা আজ বুক ভরে শ্বাস নিতে হাসতে,খেলতে,আকাশ সীমানায় উড়তে।

তোমার তর্জনীর ইশারায় তৈরি মুক্তি সেনাদল
নিজ জীবন ত্যাগের বিনিময়ে দিয়েছে দিঘি ভরা জল।

সব বাধা পেরিয়ে দিয়ে গেছে নির্মল এক উঠান
জোছনা ভরা রাতে পাটি পেতে বসে শুনি তাদের জয়গান।
গাছের ছায়ায় পাখি গায় গান, ক্লান্ত রাখালের জুড়ায় প্রাণ। মাথার বেণি ঝুলিয়ে হেলে দুলে চলে মেহেরজান
হে বিজয়ের মহানায়ক ! সবই তোমার অবদান।

রচনাকাল : ৮-১২-২০১৮ খ্রি.