রজনী কান্তি দাস-এর কবিতা : বিস্মৃতি

মাগো, যেদিকে চাই
দেখিতে পাই-
ছাই,ছাই আর ছাই,
এই কি তোমার ঠাই
ধর্মে উদারতা নাই
ধ্যানে-চিত্ত সংযোগ নাই-
নাই ভক্তিতে ভগবৎ শরণাগতি।

নীতিতে দৃষ্টি-সাম্য বুদ্ধি নাই-
গুরুজনে নাই নতি।
স্বকর্ম ত্যাজিয়া, স্বধর্ম ভ্রমিয়া
গাঁথিছে পরাজয় মালা।

অসত্যের ইন্দ্রজালে ঊষার মাধবী কুঞ্জে
অপঃশক্তির রোষে।
ধুমকেতুর ন্যায় ছুটিছে ধাইয়া
সুতীক্ষ্ম তীর বেগে।