মনপুরায় বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

মনপুরা প্রতিনিধি :

মনপুরায় উপজেলা প্রশাসন ও উপজেলা আ’লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছ।

দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সর্যোদয়ের সাথে সাথে সরকারী, আধাসরকারী, বেসরকারী ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্ব স্ব উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করেন। উপজেলা প্রশাসন জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভার মধ্যদিয়ে কর্মসূচী পালন করেন।

এছাড়া উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ,দলীয় ও কালো পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শোক র‌্যালী ও আলোচনা সভা ও দোয়া মোনাজাত মধ্যদিয়ে দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচী পালন করেন।

উপজেলা আ’লীগের উদ্যোগে আয়োজিত উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে শোক সভার সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগ সহসভাপতি মোঃ তৈয়বুর রহমান ফারুক। উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শামসুউদ্দিন সাগর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, সহসভাপতি শাহরিয়ার চৌধুরী দ্বিপক, যুগ্ন সাধারন সম্পাদক মোশারেফ হোসেন মজনু ফরাজী, মোঃ অলিউল্লাহ কাজল, সাংগঠনিক সম্পাদক মোঃ বায়েজিদ কামাল, হাজিরহাট ইউপি চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার, যুবলীগ সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, ছাত্রলীগ সাধারন সম্পাদক মোঃ সুমন ফরাজী প্রমুখ।

উপজেলা প্রশাসন ও আ’লীগের কর্মসূচী পালনে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভুমি) আব্দুল মতিন,-থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জহিরুল ইসলাম। উপজেলা আ’লীগ সহসভাপতি আবুল বাশার মিলন, আব্দুল মন্নান মাষ্টার, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ফরহাদ হোসেন হাওলাদার,মোঃ রুহুল আমিন হাওলাদার, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানতউল্যাহ আলমগীর,,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর , স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ নিজামউদ্দিন মিয়া, সাধারন সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন আজম, শ্রমিকলীগ সভাপতি আবুয়াল হোসেন আবু মেম্বার, মৎস্যজীবীলীগ সভাপতি আবুল কাশেম মেম্বার, কৃষকলীগ সভাপতি আব্দুল খালেক কাঞ্চন সিকদারসহ ৪টি ইউনিয়ন আ’লীগ সভাপতি সম্পাদকগন, ৪টি ইউনিয়ন সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকগন,উপজেলা আ’লীগ কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ ,স্থানীয় জনপ্রতিনিধিগন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগন,সরকারী দাপ্তরিক প্রধানগন, সাংবাদিক,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ শোক দিবসে দোয়া ও মোনাজাত আয়োজন করেন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতির জনক বড়ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।