শেরপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন কর্মসূচি

শেরপুর প্রতিনিধি :

শেরপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণ অনশন ও গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর শহরের নয়আনী বাজার মা ভবতাঁরা মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ৬ টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত গণঅনশন পালন করে সংগঠনের মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা। এতে জেলার পাঁচ উপজেলার ৫ শতাধিক বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেন। গণঅনশন চলাকালে মুক্তিযুদ্ধ ভিত্তিক গণসঙ্গীত ও আবৃত্তি পরিবেশিত হয়।

সন্ধ্যে ৬টায় সমাপনি অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ছানুয়ার হোসেন ছানু। এসময় বীর মুক্তিযোদ্ধা ড. সুধাময় দাস, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নূরল ইসলাম হিরো, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সাংবাদিক আব্দুর রহিম বাদল, কেন্দ্রিয় পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, জেলা ডিবেট ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ চৌধুরী শৈবাল, জনউদ্যোগ আহবায়ক শিক্ষক আবুল কালাম আজাদ, ঐক্য পরিষদ নেতা কানু চন্দ্র চন্দ, প্রভাষক মলয় চাকী, যুব ঐক্য পরিষদ সভাপতি শান্ত রায়, সাধারণ সম্পাদক ইন্দ্রনাথ বর্মণ প্রমূখ বক্তব্য রাখেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সকল ধর্মের মানুষ সম্প্রীতি বজায় রেখে দেশের জন্য অবদান রাখছেন। তিনি বলেন, একবার ভেবে দেখুন ২০০১ সালের কথা। সেদিনের কথা মনে হলে আজও মানুষের শরীর হিম হয়ে আসে।

বিএনপি জামাত জোট সরকারের দলীয় নেতা-কর্মীরা ধর্ষণে মেতে উঠেছিল। পূর্ণিমাকে তাঁর মা-বাবার সামনে গণধর্ষণ করা হয়েছিল। সেই অবস্থা আর নেই। প্রধানমন্ত্রী বলেছেন, এদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার। কেউ নিজেকে সংখ্যালঘু ভাববে না। সব শেষে ছানুয়ার হোসেন ছানু ঐক্য পরিষদের দাবির কথা নীতি নির্ধারনী মহলে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শেরপুর জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের মুখে পানি তুলে দিয়ে অনশন ভাঙান।