ফরিদগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের জরিমানা

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জ সদর বাজারে মোবাইল কোর্টে পরিচালনা করে ৭ প্রতিষ্ঠানে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা ভোক্তা অধিদপ্তর।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ ও প্রশাসনের যৌথ অভিযান চালিয়ে আলমদিনা ফার্মেসী ১৫ হাজার টাকা , লাবনী বেকারী ৪ হাজার , শহীদ ষ্টোর ২ হাজার , লিটন স্টোর ২ হাজার , সাব্বির স্টোর ৩ হাজার নয়নের আড়ৎ ৫ হাজার হাজারসহ সর্বমোট ৩১ হাজার টাকা আদায় করা হয়েছে।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন জানায়,নোংরা পরিবেশে খাবার তৈরি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে জরিমানা আদায় করা হয়েছে। অপরদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্ননাহার জানায়, আলু ও ডিমের দাম বেশি রাখা ও নকল ভাউচারের দায়ে জরিমানা করা হয়েছে। তিনি আরোও জানান বাজার মনিটরিং অব্যাহত থাকবে।