দোহারে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৩” পালিত

মাকসুমুল মুকিম :

ঢাকার দোহারে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। গত ১ লা অক্টোবর গুড নেইবাররস বাংলাদেশ, দোহার সিডিপি এর আয়োজনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা সমাজসেবা অফিসার তানজিল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুসুমহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আমজাদ হোসেন আজাদ, সিডিসি চেয়ারম্যান একলাল ঊদ্দিন আহমেদ, সিডিসি মেম্বার তানিয়া সুলতানা, সিডিপি ম্যানেজার মো. শাহারিয়ার হোসেন, প্রোগ্রাম অফিসার মো. জাকির হোসেন। দোহার উপজেলার বিভিন্ন গ্রামের কন্যাশিশুরা এবং অভিভেবকগণ। সিডিপি ম্যানেজার তার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে এইবারের প্রতিপাদ্য বিষয় “বিনিয়োগে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার” নিয়ে সকলের উদ্দেশ্যে আলোচনা করেন। এছাড়াও তিনি ২০১৮ – ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশে কন্যাশিশুদের উপর নির্যাতন এবং সহিংসতার মাত্রার চিত্র তুলে ধরেন।