নিম্নচাপের প্রভাবে উপকূলে গুড়ি গুড়ি বৃষ্টি, পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত

জাকারিয়া জাহিদ,কুয়াকাটা(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটায় সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। শীতের সঙ্গে বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।

আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর সামান্য উত্তাল রয়েছে। নিম্নচাপটি গত মধ্যরাতে পায়রা সমুদ্র বন্দর থেকে ৮৩০ কিলোমিটার, মোংলা সমুদ্র বন্দর থেকে ৪৩৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৯০৫ ও চট্রগ্রাম সমুদ্র বন্দর থেকে ৯৫৫ কিলোমিটার দক্ষিন পশ্চিমে অবস্থান করছিলো। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন : শ্বেতী রোগের কারণ ও প্রতিকার

তাই পটুয়াখালী পায়রা সহ সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে।