ভয় লাগে বুকের মাঝে

জিএম মুছা :

আঁধার কালো রাত পেরিয়ে
কোন সুদূরে যায় যে উড়ে,
জোনাকিরা আলো জ্বালিয়ে
যায় যে কোথায় কোন বাগানে,
কোন আলোকের সলোকে
দূরে কোথাও ঝোঁপ ঝাড়ে চাঁদ ডোবে ঐ বাঁশবাগানে,
যায় যে উড়ে ঐ যে দূরে গোরস্থানে,
নদীর তীরে শ্মশান ঘাটে গগন মাঝির চিতা জ্বলে, তীব্র ধোঁয়ায় চোখ জ্বলে,
রাতের বেলা ঝোঁপ ঝাড়ে বাদুড় ওড়াড় শব্দ পেয়ে ভুতুম পেঁচা ডাকে তখন,
একই সাথে একটানা সব হক্কা হুয়া শিয়াল ডাকে ঝাঁকে ঝাঁকে,
হেমন্তের আকাশ জুড়ে মেঘ ডাকে ফাঁকে ফাঁকে,
আঁধার রাতে চলতে পথে পথচারী দ্রুত পায়ে হেঁটে চলে‌, পাড়া গাঁয়ের কুঁড়ে ঘরের পিদীম গুলা জ্বলে নেবে,
মনের মাঝে কত শত প্রশ্ন জাগে কি কারনে কি ভেবে,
কিসের জন্য রাতের বেলা পথ চলতে মাঝে মাঝে,
গা ছমছম কেন করে আঁধার রাতে
ভয় যে লাগে সবার তখন বুকের মাঝে