মনপুরায় মহান বিজয় দিবস পালিত

রাকিবুল হাসান, মনপুরা প্রতিনিধি  :

মনপুরায় যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসন ও উপজেলা আ’লীগ পৃথক পৃথক কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৩ উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে।

বাঙ্গালী জাতির অহংকার আজকের এই দিন। জাতীয় জীবনে আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত অবস্মরনীয় ও গৌরবজ্জল এই দিনে সৃষ্টি হয়েছে নতুন এক ইতিহাস,বিশ্বের মানচিত্রে জন্ম নিয়েছে একটি লাল সবুজ পতাকার দেশ বাংলাদেশ। জাতির এ মহান বিজয় দিবসের মাহেন্দ্রক্ষনে গভীর শ্রদ্ধাভরে স্মরন করছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতির শ্রেষ্ঠ সন্তান অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের। মহান বিজয় দিবসের গৌরবকে সমুন্নত রাখতে জাতীয় কর্মসূচীর আলোকে উপজেলা প্রশাসন নিমোক্ত কর্মসূচী গ্রহণ করেছেন।

সূর্যোদয়ের পূর্বে তোপধ্বনি মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পন, সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন,শিশু কিশোরদের ক্রীড়া প্রতিযোগীতা, বাদ যোহর সকল মসজিদ মন্দিরে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ এবং সকল শিশু সদন ,এতিমখানা,ও হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন।

বিকাল ৪টায় প্রীতি ফুটবল প্রতিযোগীতা। সন্ধ্যা ৬টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিজয় দিবসে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেলিনা আক্তার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, ওসি মোঃ জহিরুল ইসলাম, ৪নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজল।

এছাড়া উপজেলা আ’লীগ পৃথক কর্মসূচীর মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বিজয় র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে দিবসের কার্যক্রম সমাপ্ত করেন। এই সময় উপজেলা আ’লীগ সভাপতি শেলিনা আক্তার চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, সহসভাপতি একে এম শাহজাহান, আব্দুল লতিফ ভুইয়া,তৈয়বুর রহমান ফারুক, শিপন চৌধুরী,আব্দুল মান্নান মাষ্টার, যুগ্ন সাধারন সম্পাদক মোশারফ হোসেন মজনু ফরাজী, মোঃ অলিউল্যাহ কাজল,সাংগঠনিক সম্পাদক বায়েজিদ কামাল, ফরহাদ হোসেন হাওলাদার,স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ নিজামউদ্দিন মিয়া, সাধারন সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন আজম, ছাত্রলীগ সভাপতি মোঃ শামসুউদ্দিন সাগর, সাধারন সম্পাদক মোঃ সুমন ফরাজীসহ সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও বিজয় দিবসের অনুষ্ঠানে মনপুরা সরকারী কলেজ অধ্যক্ষ মোঃ ইউসুফ হোসেন, মনোয়ারা বেগম মহিলা কলেজ অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন,হাজির হাট আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও মোঃ মোছলেউদ্দিন, সাকুচিয়া আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ কবির, হাজীর হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর, মনপুরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম ফিরোজসহ বিভিন্ন সরকারী দাপ্তরিক প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।