ফরিদগঞ্জে জামানত হারালো ৫ প্রার্থী

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী ও দলের মহাসচিব ড. মোহাম্মদ শাহজাহান এবং জাতীয় পার্টির প্রার্থী ও জাতীয় পার্টির বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা শেখ সাজ্জাদ রশিদ সুমনসহ এই আসনের ৫ জন প্রার্থীর জামায়াত বাজেয়াপ্ত হয়েছে।

নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, কোন প্রার্থী মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত করা হয়। রোববার (৭ জানুয়ারী) অনুষ্ঠিত নির্বাচনে এ আসনে মোট ভোট পড়েছে ৯৫ হাজার ৮৪০টি।

নৌকা প্রতীকে মুহম্মদ শফিকুর রহমান ৩৬৪৫৮ ভোট, ঈগল প্রতীতে ড. শামচুল হক ভূঁইয়া ৩৫৪২৫ ভোট, ট্রাক প্রতীকে জালাল আহমেদ ১৮৭৬০ ভোট, অন্যদিকে তুলনামূলক নির্বাচনে কম ভোট পেয়ে জামানত হারালো; বিএনএম প্রার্থী ড. মোহাম্মদ শাহজাহান (প্রতীক- নোঙ্গর) পেয়েছেন ১০৭৪ ভোট, জাতীয় পার্টির প্রার্থী সাজ্জাদ রশিদ (প্রতীক- লাঙ্গল) পেয়েছেন ৫৯০ ভোট, তৃনমূল বিএনপি মোহাম্মদ আব্দুল কাদের তালুকদার (প্রতীক- সোনালী আঁশ) পেয়েছেন ৩৬০ ভোট , তরিকত ফেডারেশন প্রার্থী বাকী বিল্লাহ মিশকাত (প্রতীক- ফুলের মালা) পেয়েছেন ২০১ ভোট।