মেঘটা কেন তাড়ালে

জিএম মুছা :

ঐ যে দূরে সারি সারি ঝাউবন, নদীর চরে হর্ কাঁচা আর কাশবন গাছে দোলে তরুলতা,
ডাকছে কাছে হাত নাড়িয়ে বলবে তাদের সকল কথা,
ডাকে বনের পশুপাখি, ডাকে বনের যতো বৃক্ষ লতা।

সন্ধ্যা রাতের ঝিলিমিলি তারা ডাকে আয় আয়,আকাশের ঐ চাঁদ ডাকে শুনবো এখন কার কথা?
দূর নীলিমায় চন্দ্র-তারা ওরা সবাই করছে খেলা,
মেঘে রা তাই আড়ি করে দলবেঁধে তাই যায় ভেসে, ঐযে দেখো মেঘের ভেলা।

মেঘলা রাতের আকাশ ডাকে, মেঘ ভেসে যায় তারা কোথায়?
দেখো চেয়ে যাচ্ছে উড়ে, যাবে যে তারা অনেক দূরে-উঁচু উঁচু পাহাড় যেথায়।

হঠাৎ করে চাঁদটা কেনো লুকিয়ে গেলো দূর পাহাড়ের আড়ালে?
একসাথে তাই তারা গুলো উঠলো হেসে, বললো তারা মেঘ টা কেনো তাড়ালে ???