পাড়ি দিতে হবে সবার ভবের নদী : জিএম মুছা

জিএম মুছা :

পাড়ি দিতে হবে সবার ভবের নদী জানি,
দেরে দে তোরা আমার হাতে ওই বৈঠা খানি দে
ঘন ঘন ডাকে দেয়া বন্ধ হবে খেয়ার নৌকা খানি,
দেরে দে তোরা এবার পাল উড়িয়ে দে

ঈশান কোণে মেঘ করেছে আঁধারে গেছে ঢেকে,
মুখে সবাই সারি গান দাড়ি মাঝি গাওরে,
মাঝ নদীতে হঠাৎ করে উঠবে তুফান জোরে,
নদীর বুকে ভরা জোয়ার পানি করে টলমল,
তোমারই নাম স্মরণ করে পাড়ি দিয়ে যাই,
যাত্রী ভরা নৌকা খানি ভাসাই দিলাম তাই

নদীতে এখন তুফান ভারী উঠবে এবার ঝড়,
করিস না আর শঙ্কা তোরা নাই যে কোন ভয়,
মুখের সবাই বলরে তাই লা শরীক আল্লাহ।
বিপদের দিনে সাঁই আমাদের ত্বরাই নিবেন তাই,
নাই ওরে নাই ভয় নাই যে কোন সংশয় নাই,
জীবনে মরনে সব সময় তাকে স্মরণ করি তাই