মাদারীপুরে গৃহবধূ মৃত্যুর ঘটনায় স্বামী-ননদ আটক

নিউজ ডেস্ক : ০৯ ফেব্রুয়ারি ২০২৪
মাদারীপুরের কালকিনিতে নুপুর আক্তার (২৩) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় তার স্বামী ও ননদকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আটক করা হয়। তারা হলেন রানা হাওলাদার (৩০) ও তার বোন ময়ুরি বেগম (২৫)।

নিহত নুপুর আক্তার কালকিনির পৌর এলাকার চরঠেঙ্গামারা গ্রামের রিপন বেপারীর মেয়ে ও পার্শবর্তী উত্তর ঠেঙ্গামারা গ্রামের রানা হাওলাদারের স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নুপুর আক্তারকে শনিবার (৩ ফেব্রুয়ারি) অসুস্থ অবস্থায় তার শশুরবাড়ির লোকজন কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) তাকে বাড়িতে নিয়ে আসেন। আজ দুপুরে ওই গৃহবধূ পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তারা। এসময় কর্তব্যরত চিকিৎসক নুপুর আক্তারকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা রিপন বেপারী বলেন, ‘আমার মেয়েকে নানা কারণে তার স্বামী রানা ও তার ননদ ময়ুরি নির্যাতন করতো। শনিবারও মারধর করে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করে। পরে আবার বাড়িতে নিয়ে মারধর করে মেরে ফেলেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।’

এ বিষয়ে কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) মারগুব তৌহিদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও তার ননদকে আটক করা হয়েছে।

সূত্র : জাগো নিউজ