একুশে বই মেলায় এসেছে চর্যাপদ একাডেমি পরিবারের ৫ লেখকের নতুন বই

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলা একাডেমি আয়োজিত মহান একুশে বই মেলায় পাওয়া যাবে চর্যাপদ সাহিত্য একাডেমি পরিবারের ৫ লেখকের নতুন বই। এরমধ্যে তিনটি বই প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন।

বই তিনটি হলো, একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির কাব্যগ্রন্থ ‘কেউ থাকে অন্ধকারে’, মহাপরিচালক রফিকুজ্জামান রণির গল্পগ্রন্থ ‘স্মৃতির ছায়াশিস’ ও নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমার কবিতার বই ‘ভুল প্রণয়ের গন্ধ’। বই তিনটি পাওয়া যাবে অনুপ্রাণন প্রকাশনের ৮৫ ও ৮৬ নম্বর স্টলে।

এ ছাড়া একাডেমির পরিচালক খোরশেদ আলম বিপ্লবের ‘দেহের চৌকাঠে’ পাওয়া যাবে বিবেক পাবলিকেশনের ৩৬৫ নম্বর স্টলে এবং চর্যাপদ পরিবারের স্বজন সজীব মোহাম্মদ আরিফের ‘হেমলক’ বইটি পাওয়া যাবে ইন্তামিন প্রকাশনীর ১৭২, ১৭২, ১৭৪ নম্বর স্টলে।

উল্লেখিত বইগুলো চাঁদপুরের শহীদ মিনারের সামনে আয়োজিত বইমেলায়ও পাওয়া যাবে। ৫টি বইয়ের মধ্যে ৪টি বই হলো কবিতার, ১টি গল্পের। একমাত্র গল্পগ্রন্থটি হলো অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির লেখা ‘স্মৃতির ছায়াশিস’।