কুমিল্লায় জেলা শহরের বাইরে বিভিন্ন গ্রামেও পালিত হচ্ছে অমর একুশে

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ২১ ফেব্রুয়ারী ২০২৪

ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে কুমিল্লায় পালিত হচ্ছে অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

কুমিল্লায় জেলা শহরের বাইরে সকল উপজেলায় এবং বিভিন্ন গ্রাম পরযায়েও পালিত হচ্ছে দিবসটি।

সকালে মুরাদনগর উপজেলার রাজাবাড়ূী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি উপলক্ষে র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

এদিকে একুশের প্রথম প্রহরে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু.মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার আবদুল মান্নান। পরে কুমিল্লা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষ্যে একুশে বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী, শিশু চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সংগঠন।