একটি গোলাপ তুমি রেখো : জিএম মুছা

প্রেমের কবিতা

তাং, ১৬/০৪/১৮ইং

ভুল যদি হয়ে থাকে ক্ষমা করে দিও
ঘৃণা করে না হয় আমাকে ভুলে যেও
ফেলে আসা স্মৃতি গুলো খাতায় লিখে রেখ,
এ জীবনে হয়তো কভু হবেনা আর দেখা
মরণের পরে তুমি লাশটা দেখে যেও

কখনো যদি তোমার মনে পড়ে আমার
সমাধিতে এসে একটা স্মৃতি রেখে যেও,
স্মৃতির খাতাটা নাহয় একটু খুলে দেখো
পরজনমে হলে দেখা একটু কথা বলো
ভালবাসার দোষনা হলে আমার
সমাধি পরে একটি গোলাপ তুমি রেখো।
“সমাপ্ত”