কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ- নির্বাচনে মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ২৩ ফেব্রুয়ারী ২০২৪
কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ- নির্বাচনে মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে । শুক্রবার সকাল ৯ টায় আনুষ্ঠানিক ভাবে কুমিল্লা জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।

মেয়র পদে যে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসিন বাহার সূচনা পেয়েছেন বাস প্রতীক, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য নূর উর রহমান মাহমুদ তামিম হাতি প্রতীক, দুইবারের সাবেক মেয়র ও সাবেক বিএনপি নেতা মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি এবং সাবেক বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ঘোড়া প্রতীক।

রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা তাদের আনুষ্ঠানিক প্রচারণা চালাতে পারবেন। আজ থেকেই প্রার্থীদের আচরণবিধি পর্যবেক্ষনে প্রতি তিন ওয়ার্ডে একজন নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট কাজ করবেন এবং মাঠ পর্যায়ে কাজ করবেন নির্বাচন কমিশনের কর্মকর্তা ।

কুমিল্লা সিটি কর্পোরেশনের মোট ভোটর ২ লাখ ৪২ হাজার ৬৯৮ জন এবং মোট ভোট কেন্দ্রে ১০৫টি। আগামী ৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

২০২২ সালে কুমিল্লা সিটি কর্পোরেশনের তৃতীয় নির্বাচনে তৎকালীন মেয়র বিএনপি নেতা মনিরুল হক সাক্কুকে পরাজিত করে নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ডিসেম্বরে মেয়র রিফাতের মৃত্যুতে পদটি আবার শূন্য হয়।