স্বরূপকাঠিতে পরীক্ষার প্রশ্নের উত্তর তৈরি করার সময় দুই শিক্ষককে হাতেনাতে আটক করেন ইউএনও

স্বরূপকাঠি প্রতিনিধি :
স্বরূপকাঠির গনমান সোহাগদল সালেহিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের জনৈক পরীক্ষার্থীর প্রশ্নপত্র মোবাইলে ধারন করে সমাধান তৈরি করার সময় দুই শিক্ষককে হাতেনাতে আটক করেন ইউএনও মনিরুজ্জামান।

আটককৃতরা হলেন হানিফিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মো, আকবর হোসেন ও পাটিকেলবাড়ি দরগা শরীফ দাখিল মাদ্রাসার শিক্ষক মৌলবী মো, আব্দুল হান্নান।

বৃহস্পতিবার ফিকা বিষয়ের পরীক্ষা শুরু হলে ওই দুই শিক্ষক একজন ছাত্রীর প্রশ্নপত্র মোবাইলে ধারন করে পাশের একটি বাড়িতে বসে সমাধান (প্রশ্নের উত্তর) তৈরি করছিলেন। এ সময় কেন্দ্র পরিদর্শনে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দুই শিক্ষককে হাতেনাতে আটক করে পুলিশে দেন।

পরে কেন্দ্র সচিব মাওলানা মশিউর রহমান বাদী হয়ে দুই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন ওই শিক্ষকরা নৈতিকতা বিবর্জিত কাজ করায় তাদের আইনের আওতায় আনা হয়েছে। মামলা দায়ের করার সত্যতা নিশ্চিত করেছেন নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি মো গোলাম ছরোয়ার।