রূপগঞ্জে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

নিজস্ব প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মার্চ) দুপুরে তারাবো পৌরসভার হাছিনা গাজী পৌর অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

অনুষ্ঠানে তারবো পৌরসভার ১নং ওয়ার্ড কমিশনার রফিকুল ইসলাম মনিরের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব লায়ন মীর আব্দুল আলীম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল, উপজেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার আমানউল্লাহ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মেহের, সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্ককন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।